গণহত্যার অভিযোগে হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সোমবার: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা
শেখ হাসিনা। ফাইল ছবি

গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী সোমবার জমা দেওয়া হতে পারে।

আজ শুক্রবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আগামী সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিতে পারে। 

এর আগে গত ২০ এপ্রিল চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো মুহূর্তে দাখিল হতে পারে।

তিনি আরও বলেছিলেন, 'তদন্তের একেবারে শেষ পর্যায়ে এসে মোটামুটি এটা বোঝা যাচ্ছে যে এসব অপরাধ রাষ্ট্রীয় সিদ্ধান্তে, সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ, পুলিশ বাহিনীসহ সকলকে নির্দেশ দিয়েছিলেন। এবং তারা এই পরিকল্পনা সাজানো থেকে শুরু করে  মাঠ পর্যায়ে বাস্তবায়নে কাজ করেছে।'

আজ ফেসবুকে এক পোস্টে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম লিখেছেন, 'সোমবার চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে আশা করছি তদন্ত রির্পোট। দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ "ফরমাল চার্জ" দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।'

'ইতোমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত‍্যকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন‍্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে এবং এর মাধ‍্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে,' বলেন তিনি।

 

Comments

The Daily Star  | English

HC clears way for Ishraque’s oath as DSCC mayor

“If they don’t administer the oath, a contempt of court proceedings will be initiated against them"

1h ago