সোনালী ব্যাংকের পর্ষদ সভায় মতিউরকে অংশ না নেওয়ার নির্দেশ

মতিউর রহমান। ছবি: সংগৃহীত

সোনালী ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সম্পদ নিয়ে বিতর্কের পর আলোচনায় আসা মতিউর রহমানকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

আজ রোববার সোনালী ব্যাংকের পর্ষদ সভা শেষে ব্যাংকটির চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, 'সরকারের সিদ্ধান্তের কথা আমরা আমাদের বোর্ড সদস্যদের জানিয়েছি।'

তিনি বলেন, সোনালী ব্যাংকের পর্ষদে মতিউর রহমান সরকারের প্রতিনিধি হওয়ায় তাকে বোর্ড থেকে নিয়োগ বা অপসারণ করা আমাদের দায়িত্ব নয়।

'এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মতিউর রহমান ভবিষ্যতে আমাদের বোর্ড সভায় অংশ নেবেন না,' বলেন তিনি।

এর আগে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সভাপতির পদ থেকে মতিউর রহমানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডি) বদলি করা হয়। এর কয়েক ঘণ্টা পর এ তথ্য জানাল অর্থ মন্ত্রণালয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মতিউর রহমানকে তিন বছরের জন্য সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার।

Comments

The Daily Star  | English

HC clears way for Ishraque’s oath as DSCC mayor

“If they don’t administer the oath, a contempt of court proceedings will be initiated against them"

1h ago