আজ পরি দিবস

পরি, রূপকথা, দিবস, বিচিত্র দিবস,
ছবি: সংগৃহীত

ছোটবেলা রূপকথার গল্প শোনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। দাদি-নানির মুখে শোনা রূপকথার গল্প, কিংবা মায়ের মুখে শোনা ঘুমপাড়ানি রূপকথার গল্প- আমাদের শৈশবকে রঙিন করে রাখে। এসব রূপকথার গল্পের একটি কাল্পনিক চরিত্র হলো পরি। আর পরি চরিত্রটি এমনভাবে বর্ণনা করা হয় যে, আমাদের সবার প্রিয় হয়ে ওঠে।

মজার তথ্য হলো- আজ পরি দিবস। বিশ্বব্যাপী প্রতি বছরের ২৪ জুন দিবসটি উদযাপন করা হয়। পরি বিশ্বের প্রায় প্রতিটি সংস্কৃতিতে আছে এবং তাদের বিভিন্ন নামে ডাকা হয়। তবে, একটি সাধারণ মিল আছে, আর তা হলো পরিরা আত্মা এবং আমাদের চারপাশের বাস করে।

গল্পে আমরা ডানাযুক্ত পরির কথা শুনেছি, যারা ফুলের চারপাশে ঘুরে বেড়ায়। তাদের ডানাগুলো প্রজাপতির মতো নরম ও কোমল। তাদের ত্বক হয় ফর্সা এবং মাথার চুল লম্বা ও মসৃণ। পরি এত সুন্দর যে, মাঝে মাঝে মানুষের সৌন্দর্যকে পরির সঙ্গে তুলনা করা হয়। সারা বিশ্বের শিশুদের কাছে পরি খুবই প্রিয়। এতটাই প্রিয় যে, কাল্পনিক চরিত্রটি মগ থেকে শুরু করে টি-শার্টে পর্যন্ত প্রিন্ট করা হয়।

রূপকথার কাল্পনিক এই চরিত্রটিকে সম্মান জানাতে বিশ্বজুড়ে অনেক উৎসব আছে। আজ চাইলে যেকোনো একটি উৎসব আয়োজন করে আন্তর্জাতিক পরি দিবস উদযাপন করতে পারেন। চাইলে বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে পরি থিমযুক্ত পার্টি করে বাড়িতে একটি ছোট উৎসব করতে পারেন। তবে, যাই করুন না কেন পরিকে সম্মান জানাতে ভুলবেন না।

কিংবা পরি আছে এমন কোনো রূপকথার গল্পের বই পড়তে পারেন। তাহলে সময়টাও ভালো কাটবে। আবার ছোটবেলার সেই সোনালী স্মৃতিতে ফিরে যাবেন। পরি দিবস উদযাপনের আরও অনেক উপায় আছে। এই যেমন- পরি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে পারেন। তারপর কয়েকজনকে পুরস্কৃত করতে পারেন। আবার শিশুরা যেহেতু পরি ভালোবাসে। তাই চাইলে আপনার মেয়ে সন্তানকে পরির সাজে সাজাতে পারেন।

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

2h ago