ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ৩ যুদ্ধবিমান ভূপাতিত: এএফপি

কাশ্মীরে যুদ্ধবিমান ভূপাতিত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলার উয়ান এলাকায় মাটিতে পড়ে আছে ধাতব ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

ভারত শাসিত জম্মু কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সরকারের চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় সামরিক বাহিনীর একটি সূত্রের বরাত দিয়েও এই খবর নিশ্চিত করেছে এএফপি।

কিছুদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলা উত্তেজনা গতরাতে যুদ্ধে গড়ায়। ভারত সরকার জানিয়েছে, তারা পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসীদের নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। তারা বলেছে, পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে এএফপি জানায়, ভারতীয় ভূখণ্ডে তিনটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানগুলো বিধ্বস্ত হওয়ার কারণ জানাননি তিনি।

সূত্রের বরাতে এএফপি আরও জানায়, দুটি বিমান ভারত-শাসিত জম্মু কাশ্মীরে এবং অন্যটি ভারতের পাঞ্জাব রাজ্যে বিধ্বস্ত হয়েছে। পাইলটদের কী হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।

নয়াদিল্লি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এবং দুই পক্ষ তাদের বিতর্কিত সীমান্ত বরাবর ভারী আর্টিলারি নিক্ষেপ করার পরই এই দুর্ঘটনাগুলো ঘটে।

পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে বলেছেন ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করা হয়েছে। তবে ভারত সরকারের তরফ থেকে এই দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের কাছে ওয়ায়ান এলাকায় বিধ্বস্ত একটি বিমানের অংশ দেখছেন লোকজন। ছবি: এএফপি

পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান।

পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরই ওই পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের পাঁচটি বিমান, কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) ও নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে।

ভোর পর্যন্ত পাকিস্তানে আট জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে দেশটির সরকার। এসব ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছে বলে তারা জানিয়েছে। অন্যদিকে পাকিস্তানের নিক্ষেপ করা গোলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আট জন নিহত ও ২৯ জন আহত হওয়ার কথা জানিয়েছে এএফপি।

 

Comments

The Daily Star  | English
street protests in Dhaka

The price of unchecked protest politics

Under the guise of “mob justice,” various groups, including students, have taken the law into their own hands.

4h ago