২০ কোটি ডলারের মার্কিন ড্রোন ভূপাতিত করল হুতিরা

সামরিক অভিযানে রিপার ড্রোন। ছবি: সংগৃহীত
সামরিক অভিযানে রিপার ড্রোন। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সাতটি ব্যয়বহুল মার্কিন রিপার ড্রোন ভূপাতিত করেছে। এই ড্রোনগুলোর মূল্যমান সামগ্রিকভাবে ২০ কোটি ডলারেরও বেশি।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

ছয় সপ্তাহের ব্যবধানে হুতিরা এই কৃতিত্ব অর্জন করেছে বলে জানা গেছে। 

কর্মকর্তারা জানান, গত এক সপ্তাহেই তিনটি ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, এসব ঘটনা এটাই ইঙ্গিত করছে যে হুতিদের মনুষ্যবিহীন ড্রোন চিহ্নিত করার সক্ষমতার উন্নয়ন হয়েছে।

সামরিক বিষয় নিয়ে আলোচনার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, ভূপাতিত হওয়ার আগে ওই ড্রোনগুলো হামলা এবং নজরদারির অভিযানে নিয়োজিত ছিল।

১৫ মার্চের পর থেকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে আবারও হামলা শুরু করে। এর জবাবে যুক্তরাষ্ট্র পাল্টা হামলা শুরু করে। 

এসব হামলায় ১০০ জনেরও বেশি মানুষ হতাহত হয়েছেন।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই এই অঞ্চলে রিপার ড্রোনের ব্যবহার দেখা গেছে। রয়টার্সের প্রতিবেদন মতে, গাজায় জিম্মিদের চিহ্নিত করতে যুক্তরাষ্ট্র এই ড্রোন ব্যবহার করেছিল।

মার্কিন অস্ত্র নির্মাতা জেনারেল অ্যাটমিকসের এই ড্রোনের আনুষ্ঠানিক নাম এমকিউ-নাইন রিপার।

গাজার যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে রিপার ড্রোন মোতায়েন করতে শুরু করে যুক্তরাষ্ট্র। ফাইল ছবি: রয়টার্স
গাজার যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে রিপার ড্রোন মোতায়েন করতে শুরু করে যুক্তরাষ্ট্র। ফাইল ছবি: রয়টার্স

এই ড্রোনটি ভূপৃষ্ঠ থেকে ৫০ হাজার ফুট উচ্চতায় ২৭ ঘণ্টারও বেশি সময় উড়তে পারে। এতে রয়েছে অত্যাধুনিক ক্যামেরা, সেন্সর ও রাডার, যার মাধ্যমে এটি নজরদারি ও গোয়েন্দা অভিযানের জন্য খুবই কার্যকর।

এর ডানার দৈর্ঘ্য ৬৬ ফুট (২০ দশমিক ১২ মিটার)। এটি তিন হাজার ৯০০ পাউন্ড (এক হাজার ৭৬৮ কেজি) জ্বালানি বহন করতে পারে এবং এর সর্বোচ্চ গতিবেগ ২৪০ নট (ঘণ্টায় ৪৪৪ কিলোমিটার)।

১৬ বছর আগে মার্কিন বিমানবাহিনী রিপার ড্রোন ব্যবহার শুরু করে। এতে এয়ার-টু-গ্রাউন্ড মিসাইলসহ নানা অস্ত্র সংযুক্ত করা যায়।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ও মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাশাপাশি যুক্তরাজ্য, ইতালি, স্পেনের ও ফ্রান্সের বিমানবাহিনীও এই ড্রোন ব্যবহার করে থাকে।

 

Comments

The Daily Star  | English
govt food subsidy increase in fy26 budget

Govt plans 31% hike in food subsidy in FY26 budget

The government plans to raise the food subsidy allocation by 31 percent to Tk 9,500 crore in the upcoming fiscal year, aiming to ensure access to affordable food for poor and low-income households.

15h ago