রেণু চরিত্রে অভিনয় করে ইতিহাসের অংশ হয়ে গেলাম: দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি

শ্যাম বেনেগাল পরিচালিত 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় রেণু চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। চলতি মাসের ১৩ তারিখে রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটা নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।

শিশুশিল্পীর ইমেজ কাটিয়ে নায়িকা হিসেবে তার অভিনীত 'তুমি আছ তুমি নেই' মুক্তি সিনেমার পাশাপাশি 'টুঙ্গিপাড়ার মিয়া ভাই' মুক্তি পেয়েছে ইতোমধ্যে। নতুন সিনেমার শুটিং শুরু করবেন আগামী মাসে ।

এসব বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন দীঘি।

মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি মুক্তি পাচ্ছে, কেমন লাগছে এই মুহূর্তে?

দীঘি: অনেক উচ্ছ্বসিত আমি। অনেক উত্তেজনা কাজ করছে। সম্প্রতি ট্রেলার প্রকাশ পেয়েছে। তারপর থেকেই সবার প্রশংসা পাচ্ছি। এটি কেবল সিনেমা নয়, একটা জাতির ইতিহাস।

রেণু চরিত্রে অভিনয় করে কতটা হ্যাপি?

দীঘি: রেণু চরিত্রে অভিনয় করে ভীষণ হ্যাপি আমি। প্রথম যখন শিওর করল আমিই করছি রেণু চরিত্রটি, বিভিন্ন বইপড়া শুরু করি, ভিডিও দেখি। ফিল্ম আর্কাইভে যাই। আব্বু বই কিনে দেন। তারপর তো লকডাইন এলো। লকডাউনের সময় স্ক্রিপ্ট পাই। এরপর জানতে পারি, যেকোনো দিন শুটিং শুরু হবে। সেভাবেই প্রস্তুতি নিই। পুরো স্ক্রিপ্ট মুখস্ত করি।

শ্যাম বেনেগাল সম্পর্কে মন্তব্য কী?

দীঘি: শ্যাম বেনেগাল স্যার কোন লেভেলের পরিচালক তা বলে বোঝানো যাবে না। শুরুতে বিশ্বাস করতে পারিনি তার মতো পরিচালকের সঙ্গে কাজ করব। এত সুন্দর করে সবার কাছ থেকে অভিনয়টা বের করে নিয়েছেন। শতভাগ এফোর্ড দিয়েছেন।

বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করার পর এখন কী মনে হচ্ছে?

দীঘি: বলার মতো ভাষা নেই। ইতিহাসের অংশ হয়ে গেলাম রেণুর চরিত্রে অভিনয় করে। সারাজীবন সিনেমাটি থেকে যাবে। এটি বঙ্গবন্ধুর বায়োপিক। বর্ণনা করা কঠিন।

নতুন কী কী সিনেমা করছেন?

দীঘি: 'জীবন জুয়া' নামে একটি সিনেমার শুটিং করেছি। এ ছাড়া নভেম্বর থেকে 'দেয়াল' নামের নতুন সিনেমার শুটিং শুরু করব, এই তো।

 

Comments

The Daily Star  | English

BGMEA wants 3-month window from India to clear pending shipments

The association urges the interim government to send a letter to India seeking the opportunity

1h ago