কাজলরেখা সিনেমা নিয়ে সুখবর দিলেন পরিচালক

কাজলরেখা

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'কাজলরেখা' মুক্তির তিন সপ্তাহ পার হয়ে গেছে। এখনো দর্শক সিনেমাটি দেখছেন এবং প্রত্যেক সপ্তাহে হল সংখ্যা বাড়ছে।

এবার পরিচালক 'কাজলরেখা' সিনেমা নিয়ে নতুন সুখবর দিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য 'কাজলরেখা' অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল শনিবার এ খবরটি তিনি পেয়েছেন।

দ্য ডেইলি স্টারকে আজ দুপুরে গিয়াস উদ্দিন সেলিম এ তথ্য জানিয়ে বলেন, 'কাজলরেখা সিনেমার জন্য এটা অনেক বড় সুখবর, আনন্দের খবর। গতকাল খবরটি পেয়ে সত্যিই ভালো লেগেছে।'

তিনি বলেন, 'এভাবেই কাজলরেখা মানুষের কাছে যাবে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ইতিহাসে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের কাছে কাজলরেখা যাচ্ছে। সিনেমা শিল্পের জন্যও এটি বড় খবর।'

তিনি আরও বলেন, 'কাজলরেখা আমাদের গল্প, কাজলরেখা বাংলার গল্প। ৪০০ বছর আগের গল্প এখনো মানুষের মুখে মুখে ফিরছে। এমন একটি গল্পের সিনেমার প্রতি মানুষের আকর্ষণ দেখে খুব খুশি আমি।'

গিয়াস উদ্দিন সেলিম বলেন, 'দিন দিন কাজলরেখার দর্শক বাড়ছে। আমরা ধীরে ধীরে এগোচ্ছি। যারা গল্প পছন্দ করেন, কাজলরেখা সম্পর্কে আগ্রহ আছে, তারা সিনেমাটি দেখছেন।'

'এখনো আমরা সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে দিচ্ছি না প্রচণ্ড গরমের জন্য। ঢাকার বাইরের হলগুলোতে ভালো চাহিদা আছে। আস্তে আস্তে যাবে,' যোগ করেন তিনি।

সিলেটের গ্র্যান্ড সুলতান হলে তৃতীয় সপ্তাহে চলছে 'কাজলরেখা'। ময়মনসিংহ শহরে আগামী সপ্তাহ থেকে প্রদর্শন শুরু হবে সিনেমাটির।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, 'বেশকিছু হলে মুক্তি পাবে চতুর্থ সপ্তাহ থেকে। আমরা আশাবাদী সিনেমাটি নিয়ে।'

Comments

The Daily Star  | English

Heatwave likely to ease; rain expected across Bangladesh tomorrow

A severe heatwave is sweeping over Rajshahi, Pabna, Sirajganj, Rajbari, Khulna, Chuadanga, Meherpur, and Jashore

15m ago